logo-img

৩১, মার্চ, ২০২০, মঙ্গলবার | | ৬ শা'বান ১৪৪১


সিলেটের দুই মন্ত্রীকে জেলা ও মহানগর যুবলীগের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার: স্টাফ করেসপন্ডেন্ট | ৩১ জুলাই ২০১৯, ০৭:০৪ পিএম


সিলেটের দুই মন্ত্রীকে জেলা ও মহানগর যুবলীগের ফুলেল শুভেচ্ছা

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

তারা আজ বুধবার (৩১ জুলাই) বিকালে সচিবালয়ে গিয়ে শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), সাধারণ সম্পাদক শামীম আহমদ (সীমান্তিক), মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

উল্লেখ্য, গত ২৭ জুলাই সিলেট মহানগর ও ২৯ জুলাই সিলেট জেলা যুবলীগের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষভোটে তারা নির্বাচিত হন।