logo-img

২০, অক্টোবর, ২০১৯, রোববার | | ২০ সফর ১৪৪১


মতক্কী চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সোলায়মান

রিপোর্টার: নবীগঞ্জ প্রতিনিধি | ১৪ জুন ২০১৯, ০৯:৪৩ পিএম


মতক্কী চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সোলায়মান

নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী খালিক মঞ্জিলের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মিনাল আহমেদ চৌধুরী ও বেলাল চৌধুরীর পিতা হাজী মতব্বির হোসেন চৌধুরী মতক্কীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বাদ জুম্মা শহরতলীর ঐতিহ্যবাহী খালিক মঞ্জিলে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ -১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু,বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সোলায়মান তালুকদার,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজুল হাসান রুহেল, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ্ আবুল খায়ের,প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার,সলিল বরণ দাশ,আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান,এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু,উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান,জিতু মিয়া সেন্টু। পরে মিলাদ মাহফিল শেষে হাজী মতব্বির হোসেন চৌধুরী মতক্কীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।