logo-img

৩১, মার্চ, ২০২০, মঙ্গলবার | | ৬ শা'বান ১৪৪১


গবেষণা যেন অনন্তকাল না চলে: প্রধানমন্ত্রী

রিপোর্টার: স্পেশাল করেসপন্ডেন্ট | ২১ মে ২০১৯, ০৮:৫৭ পিএম


গবেষণা যেন অনন্তকাল না চলে: প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আধুনিক প্রযুক্তি এনে গবেষণাকে চলমান রাখতে হবে। গবেষণার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যাবে না। তেমনি একটি বিষয়ের গবেষণা যেন অনন্তকাল না চলে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

মঙ্গলবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি ভবনে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সভায় উপস্থিত সূত্রের মাধ্যমে জানা গেছে।

সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের পরে প্রধানমন্ত্রী সার্বিক বিষয়ে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে এবং এজন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’

কারিগরি প্রশিক্ষণের উপর জোর দেওয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন প্রকল্পকাজ দ্রুত এগিয়ে নিতে শেখ হাসিনা বলেন, ‘প্রকল্পকাজে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রকল্প এলাকার খাস জমি থাকলে ভূমি অধিগ্রহণে নিরুৎসাহিত হতে হবে।’

সরকারি পাওনা পরিশোধের বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নোটিশ দিয়ে দেন, সাত দিনের মধ্যে।’

দেশীয় পণ্যের স্বত্ব অধিকার প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার মাধ্যমে আমাদের পণ্যের স্বত্ব অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ব বুদ্ধিগত সম্পত্তি সংস্থা (ডব্লিউআইপিও) থেকে এই স্বীকৃতি আদায় করতে হবে। কেননা ইতোমধ্যে আমাদের কিছু পণ্যের স্বত্ব অধিকার অন্য দেশ নিয়ে গেছে।’