logo-img

২১, নভেম্বর, ২০১৯, বৃহস্পতিবার | | ২৩ রবিউল আউয়াল ১৪৪১


নবীগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ৭ দিনের আল্টিমেটাম

রিপোর্টার: নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি | ২১ মে ২০১৯, ০৪:৪৬ পিএম


নবীগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ ৭ দিনের আল্টিমেটাম

অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে নিরবিচ্ছিন্ন বিদুতের দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অবরোধ কর্মসূচি পালন করছে ভুক্তভোগী সাধারণ মানুষ।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শহরের নতুন বাজার মোড়ে নবীগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় দেড় ঘন্টা শহরের যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, বিগত ৬ বছর যাবৎ ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষনের অজুহাতে শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এবং পবিত্র রমজান মাসের ইফতার, তারাবির নামাজ ও সেহেরীর সময় অতি মাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে নবীগঞ্জের সর্বস্তরের জনগণের আয়োজনে পূর্ব নির্ধারিত অবরোধ কর্মসূচির পালন করা হয়।

খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ভার্প্রাপ্ত নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালামসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ও সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে অবরোধকারীদের দাবী বাস্তবায়নসহ ৭দিনের ভিতরে বিদ্যুৎ বিভ্রাট সমাধানের আশ্বাস প্রদান করলে আন্দোলনকারী তাদের অবরোধ তোলে নেন।