logo-img

২৬, জানুয়ারী, ২০২০, রোববার | | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১


৬৮ বছরের বৃদ্ধকে বিয়ে করছেন সেলেনা!

রিপোর্টার: বিনোদন ডেস্ক | ২০ মে ২০১৯, ১০:৩৪ পিএম


৬৮ বছরের বৃদ্ধকে বিয়ে করছেন সেলেনা!

কোটি পুরুষের হৃদয় কেড়ে নেওয়া তারকা সেলেনা গোমেজ। গান ও অভিনয়ের মতো প্রেমটাও তিনি নিয়মিত করেন। সেই সুবাদে সবসময়ই থাকেন আলোচনার শীর্ষে। ক্যারিয়ারের শুরুতে জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দুনিয়া তোলপাড় করেছেন তিনি। যদিও সেই সম্পর্ক এখন অতীত।

সেলেনার সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকে ফেলার পর হেইলি ব্যাল্ডউইনকে বিয়ে করেন জাস্টিন। আর জাস্টিনের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে সেলেনার।