logo-img

২১, নভেম্বর, ২০১৯, বৃহস্পতিবার | | ২৩ রবিউল আউয়াল ১৪৪১


ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

রিপোর্টার: নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৫ এএম


ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ।

খুলনা সদরের লবণচরায় সিমেন্টবোঝাই ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চার যাত্রী ও একজন পথচারী রয়েছেন। ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে প্রাইভেটকারটি চার জন যাত্রী নিয়ে রূপসার দিকে যাচ্ছিল। এ সময়ে রূপসা বাইপাস সড়কে খুলনার দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এক পথচারীসহ প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন। দমকলকর্মী উদ্ধার কাজ চালাচ্ছেন। নিতহদের মধ্যে মাহমুদ হোসেন বাবু নামের একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি গোপালগঞ্জ।