logo-img

২০, অক্টোবর, ২০১৯, রোববার | | ২০ সফর ১৪৪১


তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, দাবানলে জ্বলছে নিউজিল্যান্ড

রিপোর্টার: অনলাইন ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৬ পিএম


তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, দাবানলে জ্বলছে নিউজিল্যান্ড

বৈরী আবহাওয়ার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। মৌসুমী শীতকালীন ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত। আর অন্যদিকে দাবানলে জ্বলছে নিউজিল্যান্ড।

মার্কিন আবহাওয়া দপ্তর জানায়, চলতি সপ্তাহেই বেশ কয়েকটি ঝড় বয়ে যাবে যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলে। থাকবে তুষারপাত ও শৈত্যপ্রবাহ।

সিয়াটলে এরইমধ্যে সাড়ে ৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। বাতিল করা হয়েছে আড়াইশর বেশি ফ্লাইট। ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ৫০ হাজার মানুষ।

এদিকে নিউজিল্যান্ডের পিজন ভ্যালিতে দাবানলের কারণে এরইমধ্যে ৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।