logo-img

১৭, জুন, ২০১৯, সোমবার | | ১৩ শাওয়াল ১৪৪০


প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

রিপোর্টার: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৮ পিএম


প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

প্রেস বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত ইতালি ও ভ্যাটিকান সিটি সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, 'প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।' খবর বাসসের

শেখ হাসিনা গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর করেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো'র আমন্ত্রণে ইফাদের বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন। তিনি পোপ ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।